জাতীয়

পাইলিংয়ের সময় মাথায় রড পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর আফতাবনগরে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের সময় মাথায় লোহার রড পড়ে মো. লালচাঁন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালচাঁনকে ঢামেকে নিয়ে আসা কাজল মিয়া বলেন, আমরা আফতাবনগরের এইচ ব্লকের স্টিলের ব্রিজের পাশে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করছিলাম। এ সময় মাথায় লোহার রড পড়ে গুরুতর আহত হন লালচাঁন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত লালচাঁন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গুস্তাবলী গ্রামের আব্দুল কুদ্দুসের সন্তান। কর্মসূত্রে রাজধানীর আফতাবনগর এলাকায় বসবাস করতেন লালচাঁন।

Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম