প্রবাস

ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল

ইতালির জলকন্যা খ্যাত ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজন করা হয়।

Advertisement

ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন, কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল বারি, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান ও হাজী আবুল কাসেম, তোফাজ্জল খান তোষন, তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন, ফখরুল চৌধুরী, আমির হোসেন, সোহেল রহমান, নওয়াজ শরীফ, রাজিবুর হাসান প্রমুখ।

এ সময় আবদুল আহাদ মিয়া ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করা হয়। এতে দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

অন্যদের মধ্যে দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাসহ স্থানীয় অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পরে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদের ধন্যবাদ জানান কিশোরগঞ্জবাসী।

Advertisement

এমআরএম/এমএস