টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরের বানরীপাড়ার সালিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। শনিবার বেলা ১২টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে শিক্ষা সফরে এসে এ শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর কবরে ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।এসময় বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হায়দার আলী, প্রধান শিক্ষক কালা চান, বিদ্যালয়ের চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেনসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষা সফরে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। স্কুলের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হায়দার আলী বলেন, ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ সর্ম্পকে জ্ঞান লাভের জন্য শিক্ষার্থীদের জাতির পিতার সমাধিতে নিয়ে এসেছেন। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জাতি গঠনে তারা ভূমিকা রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।হুমায়ূন কবীর/এফএ/এমএস