আন্তর্জাতিক

আল কয়েদার অন্যতম শীর্ষ নেতা পাকিস্তানে নিহত

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কয়েদার শীর্ষ নেতা আদনান আল শুকিরিজুমাহ পাকিস্তানে নিহত হয়েছেন। তিনি লন্ডন ও নিউইর্য়কে ট্রেনে বোমা বিস্ফোরণের প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে।পাকিস্তানের সেনাবাহিনী শনিবার জানায়, আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা হামলায় তিনি নিহত হন। এফবিআই তাকে আল-কয়েদার বিশ্ব অপারেশন চিফ হিসেবে বর্ণনা করেছে। শুকিরিজুমাহ সৌদি আরবে জন্ম গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রে বহুদিন তিনি বসবাস করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ এ সংবাদে পাকিস্তানকে স্বাগত জানিয়েছে। তবে শুকিরিজুমাহর নিহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি আল-কায়েদা।