কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে ভস্মীভূত হয়েছে দুই ভাইয়ের সহায়-সম্বল। রোববার (২ এপ্রিল) বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের স্কুলপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্টসার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর, নগদ টাকা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, খাট, ধান, চালসহ যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন হোগলা গ্রামের মৃত আকবর প্রামাণিকের ছেলে কৃষক সমির প্রামাণিক (২৯) ও নরসুন্দর শুকুর প্রামাণিক (২৩)।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) নাসির হোসেন খোকন বলেন, একটি টিনশেড ঘরের দুটি কক্ষে দুই ভাই থাকতেন। বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক মিটারে বিস্ফোরণ হয়। এতে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা ধরে পানি, কলাগাছ ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘর, নগদ টাকা, আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
ক্ষতিগ্রস্থ কৃষক সমির প্রামাণিক বলেন, আগুনে তার নগদ ২০ হাজার টাকা, সারা বছরের ধান-চাল, টিভি, ফ্রিজসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। তার আছে শুধু একটি পোড়া খাট।
নরসুন্দর শুকুর প্রামাণিক বলেন, কিছুদিন পরেই তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সেজন্য খাটের বিছানার নিচে দুই লাখ ৩০ হাজার টাকা রেখেছিলেন। চোখের সামনে আগুনে খাটসহ বিদেশ যাওয়া সব টাকা পুড়ে গেছে। আগুন নিঃস্ব করে দিয়েছে।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বুখতিয়ার উদ্দিন বলেন, তারা গিয়ে দেখেন আগুন নিভে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আল-মামুন সাগর/এসআর/জিকেএস