জাতীয়

চট্টগ্রামে দুই মাদক কারবারির কারাদণ্ড

চট্টগ্রামে দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রতন রুদ্র (৫২) ও মিজানুর রহমান (২৪)। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন বলেন জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।

তিনি বলেন, কর্ণফুলী থানার একটি মাদকের মামলায় অভিযোগপত্রের দুই আসামি রতন রুদ্র ও মিজানুর রহমানকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিযেছেন বিচারক। একই রায়ে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৭ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রতন রুদ্র ও মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। পরে পুলিশ এ মামলায় দুইজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস