জয়পুরহাট শহরের নাজমা সিনেমা হলের সামনে ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘট। জাহিদুল সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
জাহিদুলের ছেলে বাবু মিয়া জাগো নিউজকে বলেন, বাবা গতকাল রাতে বাড়ি থেকে রাগ করে বের হয়েছেন। আমরা তাকে অনেক খোঁজাখুঁজির পর রাতে কোনো খবর পাইনি। আজ সকালে খবর পেলাম একটা দুর্ঘটনা ঘটেছে। এসে দেখি আমার বাবা।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
এমআরআর/জিকেএস