ব্যারিয়ার দেওয়ার পরও রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলী মারা গেছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান, খোরশেদ আলম মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। সকাল ৯টায় ঘোড়াশাল চামড়াব এলাকার রেলক্রসিংয়ের সামনে এসে পৌঁছান। তবে ট্রেন আসার সংকেতে ক্রসিংয়ে বাঁশের ব্যারিয়ার দেওয়া হয়। কিন্তু প্রকৌশলী ব্যারিয়ারের নিচ দিয়ে ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গেটম্যান আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঘোড়াশাল আসার খবরে ব্যারিয়ার দেওয়া হয়। কিন্তু খোরশেদ আলম তার নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে রেললাইনে প্রবেশ করেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ আসার আগেই মরদেহটি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে খোরশেদ আলমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সঞ্জিত সাহা/এসজে/এএসএম