দেশজুড়ে

সনদ না থাকলেও নামের পাশে এমবিবিএস, কারাগারে ভুয়া চিকিৎসক

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় তানভীর আহম্মেদ নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কাজীপুর উপজেলার দি যমুনা ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার।

এদিকে চিকিৎসা দেওয়া ভুয়া চিকিৎসক তানভীর আহম্মেদের ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে লেখা ছিল এমবিবিএস (এসএসএমসি-ঢাকা), এফসিপিএস নিউরোমেডিসিন (এফপি-বিএসএমএমইউ, ঢাকা), মেডিসিন, নিউরোমেডিসিন, বাত-ব্যথা রোগের চিকিৎসক, প্রাক্তন কনসালট্যান্ট ঢাকা ইসলামি কমিউনিটি হাসপাতাল, কনসালট্যান্ট এশিয়ান হাসপাতাল, সিনিয়র প্রভাষক, জেএসএমসিএইচ-ঢাকা। বিএমডিসির একটি রেজিস্ট্রেশন নম্বরও ব্যবহার করতেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতে তাকে জিজ্ঞাসাবাদ করলে নিজের দোষ স্বীকার করে জানান, সনদ না থাকলেও দীর্ঘদিন যাবত নিজের নামের পাশে তিনি এমবিবিএস, এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে আসছেন।

ইউএনও সুখময় সরকার জাগো নিউজকে বলেন, সম্প্রতি কথিত ওই চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে আমাদের সন্দেহ হয়। তাই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জাকারিয়া উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসজে/এমএস