লাইফস্টাইল

কম উপকরণে ঘরেই তৈরি করুন শিক কাবাব

কাবাব খেতে কে না পছন্দ করেন! বিশেষ করে গরুর মাংসের শিক কাবাবের স্বাদ ভোলা কঠিন। রমজানে ইফতারের সময় সবার ঘরেই কোনো না কোনো কাবাব রাখা হয়।

তবে বাইরে থেকে কিনে নয়, বরং ঘরে তৈরি কাবাবের স্বাদ যেমন মজার হয়, তেমনই স্বাস্থ্যকর। তাই চাইলে ঘরে খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন গরুর মাংসের শিক কাবাব। রইলো রেসিপি-

আরও পড়ুন: ইফতারে রাখুন স্বাস্থ্যকর চিকপি সালাদ 

উপকরণ

১. গরুর মাংসের কিমা বড় ২ কাপ২. লবণ স্বাদমতো ৩. হলুদ গুঁড়া আধা চা চামচ ৪. গরম মসলার গুঁড়া আধা চা চামচ ৫. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ ৬. গোল মরিচের গুঁড়া আধা চা চামচ ৭. ধনিয়ার গুঁড়া ১ চা চামচ ৮. পেঁয়াজ মিহি কুচি আধা কাপ৯. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ ১০. ধনেপাতা কুচি আধা কাপ১১. চিলি ফ্লেক্স ১ চা চামচ ১২. আদা বাটা ১ টেবিল চামচ ১৩. রসুন বাটা ১ টেবিল চামচ ১৪. লেবুর রস ২ টেবিল চামচ ১৫. ঘি ২ টেবিল চামচ ও১৬. কাবাব বাইন্ডিংয়ের জন্য র্কন ফ্লাওয়ার আধা কাপ।

আরও পড়ুন: চিনির পরিবর্তে মিছরি নাকি গুড় কোনটি ভালো?

পদ্ধতি

মাংসের কিমার সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। হাতে সামান্য তেল মাখিয়ে পরিমাণমতো কাবাবের মিশ্রণ নিয়ে শাসলিক কাঠিতে গেঁথে/সেট করে নিতে হবে।

শাসলিক কাঠিতে মাংস গেঁথে নেওয়ার আগে ৫-১০মিনিট কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না।

আরও পড়ুন: ইফতারে প্রশান্তি জোগাবে খেজুরের লাচ্ছি 

এবার চুলায় ননস্টিক প্যান বসিয়ে তাতে খুব অল্প তেল দিতে হবে। ৩-৪টি কাবাব স্টিক প্যানে দিয়ে অল্প আঁচে ভেজে নিন।

কিছুক্ষণ পরপর উল্টে দিতে হবে। চারপাশে সমানভাবে ভেজে নিতে হবে। ১০-১২মিনিটের মতো সময় লাগবে কাবাব হতে। এরপর গরম গরম পরিবেশ করুন গরুর মাংসের শাসলিক কাবাব।

রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন

জেএমএস/জিকেএস