পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শতাধিক অসহায় ও গরিব মানুষের জন্য ভিন্নধর্মী ইফতারের আয়োজন করলেন জনপ্রিয় ইউটিউবার ফ্রি মোশন (ফিরোজ হাসান)।
বুধবার (৫ এপ্রিল) সৈকতের ঝাউবন এলাকায় প্যান্ডেল দিয়ে সাজসজ্জা করে ইফতারের বসার স্থান তৈরি করা হয়। পরে এলাকার হতদরিদ্র মানুষকে দাওয়াত দিয়ে ইফতারের আয়োজন করেন ফিরোজ হাসান।
এরকম আয়োজন কুয়াকাটা সৈকতে এই প্রথম। মুক্ত বাতাসে প্রায় ১০-১২ পদ দিয়ে ইফতার করতে পেরে খুশি সাধারণ মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, ইউটিউবার ফিরোজ হাসান কুয়াকাটা ভ্রমণে আসেন। এরপর স্থানীয় অসহায় মানুষের সঙ্গে ইফতারির আয়োজন করতে চাইলে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
ইফতার করতে আসা ৭০ বছরের ইসমাইল হোসেন বলেন, ‘বাড়ি থেকে দাওয়াত দিয়ে এনে এতগুলো আইটেম দিয়ে ইফতারি করিয়েছে। এতে আমরা অনেক খুশি। এরকম আয়োজন আর কখনো হয়নি। আমরা তার জন্য দোয়া করি।’
স্থানীয় স্বেচ্ছাসেবী আবুবকর আবির জাগো নিউজকে বলেন, ‘ফিরোজ ভাইয়ের এ আয়োজন ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এরকম আয়োজন এখানে আগে কখনো হয়নি। সাধারণ গরিব মানুষ তৃপ্তি সহকারে ইফতার করেছে।’
ইউটিউবার ফিরোজ হাসান বলেন, কুয়াকাটায় বেড়াতে এসে সৈকতে ইফতারির আয়োজন করতে ইচ্ছা হলো। তাই স্থানীয় অসহায় মানুষকে নিয়ে ইফতার করেছি। সাধারণ মানুষের সঙ্গে একটু খেতে পেরে অনেক মানসিক প্রশান্তি পাচ্ছি।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম