দেশজুড়ে

ঘুসের ৫০ হাজার টাকাসহ আটক বিসিক কর্মকর্তা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুর জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ঘুসসহ উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে আটক করেছে দুদক।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান।

দুদক জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্পনগরী অবস্থিত। সেখানে প্রায় দেড়শটি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্লট রয়েছে। বিভিন্ন পন্থায় ব্যবসায়ীদের জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন। এমনকি তার স্ত্রীর নামে বিসিকে একাধিক প্লট নিয়েছেন বলে জানা যায়। কিছুদিন আগে একজন প্লটের মালিক দুদকে মনির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই ব্যক্তি বৃহস্পতিবার বিসিক কর্মকর্তা মনির হোসেনকে ৫০ হাজার টাকা ঘুস দেন। এসময় তাকে হাতেনাতে আটক করে দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয় এক শিল্পমালিকের অভিযোগের ভিক্তিতে বৃহস্পতিবার দুদকের একটি দল বিসিক কার্যালয়ে নজর রাখে। পরে ওই শিল্পমালিককে ভয় দেখিয়ে ৫০ হাজার ঘুসের টাকা আদায় করার সময় মনির হোসেনকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে শরীয়তপুর বিসিকের কর্মকর্তা অর্ক সরকার জাগো নিউজকে বলেন, কোন অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়েছে বুঝলাম না। শুনলাম আমাদের উপ-ব্যবস্থাপক মনিরকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আমার বিভাগীয় অফিসে জানাবো।

এসআর/জেআইএম