৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে পুরোপুরি প্রস্তুত ছিলেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক। রেডিও উপস্থাপিকা অ্যান লেসলি স্মিথের সঙ্গে বাগদানও সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত এই বিয়ে আর হচ্ছে না। ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, মারডক নিজেই বিয়ে ভেঙে দিয়েছেন।
কয়েক সপ্তাহ আগে রুপার্ট মারডক নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, তিনি ও অ্যান লেসলি স্মিথ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বাগদানও হয়েছে। আগামী গ্রীষ্মেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
আরও পড়ুন>> ৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক
তবে মারডকের ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভ্যানিটি ফেয়ার জানিয়েছে, হঠাৎ এই বিয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। স্মিথের রক্ষণশীল ধর্মীয় চিন্তাধারা নিয়ে অস্বস্তিতে পড়েছেন মারডক।
অথচ গত মাসে বিয়ের ঘোষণা দেওয়ার সময় এই ধনকুবেরকে বেশ উৎসাহী দেখা গিয়েছিল। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘আমি প্রেমে পড়ার ভয় পেতাম। কিন্তু আমি জানতাম যে এটিই আমার শেষ প্রেম। এটি হলে ভালো হয়। আমি খুব খুশি।’
সাক্ষাৎকারে মারডক আরও বলেন, লেসলি স্মিথকে তিনি মনের কথা খুলে বলেন সেইন্ট প্যাট্রিকস ডেতে। আর সে সময় ছিলেন খুবই নার্ভাস।
৬৬ বছর বয়সী স্মিথের স্বামী ছিলেন একটি টেলিভিশনের নির্বাহী কর্মকর্তা। ১৪ বছর আগে তিনি মারা যাওয়ার পর আর বিয়ে করেননি স্মিথ।
আরও পড়ুন>> বিশ্বের আলোচিত যত বিবাহবিচ্ছেদ
নিউইয়র্ক পোস্টকে তিনি বলেছিলেন, ‘আমাদের দুজনের জন্যই এটি ঈশ্বরের উপহার। ১৪ বছর একা রয়েছি। আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন। আমি রুপার্টের ভাষা বুঝতে পারি। আমাদের ধারণা ও বিশ্বাস একই।’
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, নিউইয়র্ক পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক মারডক। ফোর্বসের হিসাব অনুযায়ী, মারডকের মালিকানাধীন এসব প্রতিষ্ঠানের মূল্য দুই হাজার কোটি ডলারের বেশি।
লেসলি স্মিথকে বিয়ে করলে এটি হতো মারডকের পঞ্চম বিয়ে। এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিমানবালা প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান, চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে সুপার মডেল জেরি হলকে বিয়ে করেন তিনি। সে বিয়েও টেকেনি। গত বছর চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘটে মারডকের। তার ছয় সন্তান।
সূত্র: সিএনএন, বিবিসিকেএএ/