দেশজুড়ে

নরসিংদীতে দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির

 

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে বাড়ির আঙিনার একটি কাঁঠাল গাছ কাটেন পারুল বেগম। ওই সময় গাছের ডাল পড়ে দেবর রনির সীমানায় দেওয়া বেড়া ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

এরই জেরে বৃহস্পতিবার ইফতারের পর রনি ও তার স্ত্রী পারুলের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। ওই সময় রনির বড় ভাই জসিম উত্তেজিত হয়ে পারুলকে ছুরিকাঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুই দেবর রনি ও জসিম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন।

পরে আশপাশের লোকজন এসে পারুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/এমআরআর