‘রাতের ভোটে’ পটুয়াখালী-৪ আসনে মুহিব্বুর রহমান মুহিব এমপি হয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।
সম্প্রতি রুমান হাসনাত নামে শ্রমিক লীগের এক নেতার সঙ্গে তার কথোপকথনের এমন একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান সংসদ সদস্য মহিব রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি।
শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করোছ আমি দেখে নেবো। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।
এ বিষয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে মানবতার ফেরিওয়ালা লিখে একটি স্ট্যাটাস দিয়েছি। এটা দেখে মাহবুব তালুকদার আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আমি তো ঘুমিয়ে পড়েছি। ফেসবুক আমি দেখি না। আমি এ ধরনের কথা বলিওনি৷’
উল্লেখ্য, এর আগে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদারকে জিহ্বা কেটে ফেলার হুমকি দেন সাবেক এ প্রতিমন্ত্রী। সে ঘটনায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা।
আব্দুস সালাম আরিফ/এসজে/এসআর/এমএস