মেহেরপুরের গাংনী উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে বেবি খাতুন (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি উপজেলার রায়পুর গ্রামের রাহিম উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেবি খাতুন তার বাবার সঙ্গে মোটরসাইকেল চড়ে রায়পুর থেকে কাজীপুর যাচ্ছিলেন। পথে জোড়পুকুরিয়া এলাকায় মোটরসাইকেল থেকে বেবি খাতুন রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এসজে/এমএস