কুমিল্লা ও ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তাকিয়া আয়মান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তাকিয়া দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে স্বজনরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে পানিতে ডুবে মো. রিফাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রিফাত দুপুর দেড়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘর থেকে বের হয়ে যায়। পরে ঘরের পাশে গেলে পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরে পুকুরে রিফাতের মরদেহ ভেসে ওঠে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এফএ/এএসএম