সিরাজগঞ্জে এক গৃহবধূর সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (লাভু)। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।
আওয়ামী লীগ নেতার ৪ মিনিট ১ সেকেন্ডের কুরুচিপূর্ণ অডিও ক্লিপটি স্থানীয় বিভিন্ন ব্যক্তির মোবাইল ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, অডিও ক্লিপটি একমাস আগের। তবে শুক্রবার (৭ এপ্রিল) এটি ভাইরাল হয়ে যায়।
অডিও ক্লিপসে দুজনের কথোপকথনে শোনা যায়, ওই গৃহবধূ ধর্মীয় সভা শোনার জন্য স্থানীয় জঞ্জালিপাড়ায় ছিলেন। এসময় আতাউর রহমান তাকে ফোন দিয়ে ভোর সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তার বাসায় আসার কুপ্রস্তাব দেন। সেইসঙ্গে তার পুত্রবধূকেও আনার কথা বলেন। দুজনকে ৫০০ করে হাজার টাকা দেবেন বলেন ওই আওয়ামী লীগ নেতা।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান জাগো নিউজকে বলেন, ‘প্রায় একমাস আগে ওই নারী বিষয়টি আমাকে জানিয়েছিলেন। তবে আমি এমন ন্যক্কারজনক ঘটনার কোনো সমাধান দিতে পারিনি। একজন দায়িত্বশীল নেতার এমন কুরুচিপূর্ণ ফোনালাপ ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি বলে সংযোগ কেটে দেন। এর কিছুক্ষণ পর বারবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য সত্যিই দুঃখজনক।’
এম এ মালেক/এসআর/এএসএম