সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) পরিদর্শন করেছেন। শনিবার বিকেল ৪টার দিকে তিনি ক্যাম্পাস পরিদর্শনে আসেন।পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিটেকের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) এর সভাপতি এবং নেতৃবৃন্দ। এসময় লতিফ সিদ্দিকীর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।আধঘণ্টা অবস্থানকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও ক্যাম্পাসের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং সকলের মঙ্গল কামনা করেন।তাছাড়া তিনি ক্যাম্পাস সংলগ্ন বাজার ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় জনগণ।উল্লেখ্য, ২০১১ সালের ৩ জানুয়ারি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতীতে বিটেকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বিএ