দেশজুড়ে

আ’লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

‘মুহিব্বুর রহমান মুহিব (পটুয়াখালী-৪ আসন) রাতের ভোটে এমপি হয়েছেন’ বলায় সাবেক প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুহিব রাতের ভোটে এমপি হয়েছেন বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যা অভিযোগকে সমর্থন করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার। তারা তার এ মন্তব্যের তীব্র নিন্দা ও অনতিবিলম্বে বহিষ্কারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম আকন, মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন হাওলাদার প্রমুখ।

সম্প্রতি রুমান হাসনাত নামের শ্রমিক লীগের এক নেতার সঙ্গে সাবেক এ প্রতিমন্ত্রীর কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই অডিও রেকর্ডে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, ‘বর্তমান সংসদ সদস্য মহিব রাতের ভোটে এমপি হইছে। তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করছ আমি দেখে নেবো। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।’

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম