দেশজুড়ে

মৌলভীবাজারে মাওলানা যোবায়ের আহমদের দাফন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও বেফাকুল মাদারিসাল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৮ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের টিলাবাড়ি কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হয়।

শুক্রবার নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে ইফতার গ্রহণকালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ঢাকা থেকে তার মরদেহ নিয়ে নিজ জেলা মৌলভীবাজারে আনা হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

জানাজায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন।

জানা যায়, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ১৯৫০ সালের ১ ডিসেম্বর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি কলেজে ইসলামিয়াত ও ইসলামিক হিস্ট্রি বিভাগে অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি নারায়ণগঞ্জের তারাবো বিশ্বরোড জামিয়া ক্বাওমিয়া আরাবিয়ার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছিলেন। ১৯৮৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর বিভিন্ন দায়িত্ব পালনের পর ২০২৩ সালে খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম