দেশজুড়ে

টাঙ্গাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমি সংক্রান্তের বিরোধের জেরে ডা. যুবায়ের আহমেদ নামে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (৮ এপ্রিল) বিকেলে গোবিন্দাসী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোবিন্দাসী ইউনিয়ন নাগরিক কমিটি ও এলাকাবাসী। অভিযুক্ত দুলাল হোসেন চকদার উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন চকদার ক্ষমতার প্রভাবে দেখিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার গরুর খামারের বর্জ্য, ইটের খোয়া, বালু ও সিমেন্ট জাহাঙ্গীর বাড়িতে ফেলছেন। এ বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলেই ডা. যুবায়ের ও তার ভাইয়ের ওপর হামলা চালান। এমন আচরণ কাম্য নয়। এ ঘটনায় জড়িত চেয়ারম্যানের শাস্তির দাবি জানান তারা।

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং নাগরিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে সমাবেশে আর অংশ নেন- নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন আকন্দ, ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

অভিযোগের বিষয়ে গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদারের মোবাইল নম্বরে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি।

তবে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩ শতাংশ জমি নিয়ে গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের বিরোধ চলছে। শুক্রবার জাহাঙ্গীরের ভাই ডা. যুবায়ের আহমেদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর।

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস