জাতীয়

ভুটানের সঙ্গে বাণিজ্য ও জমি বরাদ্দ চুক্তি স্বাক্ষর

বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভূটানের সঙ্গে দুটি চুক্তি স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত চুক্তি দুটি হচ্ছে,বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য চুক্তি এবং ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকায় ভুটানের দূতাবাস নির্মাণের জন্য ভুটান সরকারের জন্য জমি বরাদ্দ। এছাড়াও দু`দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পর্কিত একটি প্রটোকল স্বাক্ষরিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু`দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।  বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।ভুটানের অর্থমন্ত্রী নরবু ওয়াংচুক এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চুক্তি ও প্রটোকলে স্বাক্ষর করেন। অন্যদিকে, ঢাকায় ভুটান দূতাবাসের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত চুক্তিতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী রিনজিন দরজি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের সময় দু`দেশের প্রধানমন্ত্রীদ্বয় উপস্থিত ছিলেন।চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ও ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরে সম্মত হয়েছে।