মেহেরপুরের গাংনীতে বিশারৎ হোসেনের (৪৫) বাড়িতে বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ এপ্রিল) সকালে গাংনী থানা পুলিশের একটি টিম চারটি বোমা ও চিরকুট উদ্ধার করে।
বিশারৎ হোসেন গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
বিশারৎ হোসেন জানান, রাতের কোনো এক সময় শয়ন কক্ষের দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে চারটি বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে পুলিশকে ফোন দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এসআই মাসুদ, এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম