খেলাধুলা

কোহলির দলে খেলতে চান পাকিস্তানি ব্যাটার

পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার সায়েম আইয়ুব। এরই মধ্যে জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে। খেলেছেন ৩টি ম্যাচ। ২০ বছর বয়সী করাচির এই ব্যাটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাবর আজমের সঙ্গে খেলেছেন পেশোয়ার জালমিতে।

এবার তার স্বপ্ন বিশ্বের আরেক সেরা ব্যাটার বিরাট কোহলির সঙ্গে খেলার এবং সেটা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। হ্যাঁ, অসম্ভব মনে হলেও এই স্বপ্ন বুকে পুষে আছেন সায়েম আইয়ুব।

একটি পডকাস্টে সেই স্বপ্নের কথা জানিয়ে আইয়ুব বলেন, ‘আমি যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলতে পারতাম! আমি আইপিএল নিয়মিতই দেখি। আমি তাদের কিট পছন্দ করি এবং বিরাট কোহলির খেলাও।’

তরুণ এই ব্যাটার যোগ করেন, ‘বিরাট (কোহলি) ভাইয়ের ইয়ংস্টার থেকে কিংবদন্তি হয়ে উঠার জার্নিটা আমার প্রেরণা। তিনি বিশ্বের অন্যতম সেরা অ্যাথলেট।’

পিএসএলে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে ওপেন করেছেন আইয়ুব। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল বাবর ভাইয়ের সঙ্গে ব্যাট করা। যখন আমি পিএসএলে লাহোর কালান্দার্সের বিপক্ষে ফিফটি করি, বাবর ভাই আমার অনেক প্রশংসা করেছেন। আমরা একসঙ্গে ওপেন করেছি এবং তার সামনে আমি ফিফটি করেছি।’

আইয়ুব যোগ করেন, ‘একটা ছবি দেখবেন আমি ব্যাট উঁচিয়ে ধরেছি এবং বাবর ভাই আমাকে অভিনন্দন জানাচ্ছেন। আমি সেই ছবিটা সেভ করে রেখেছি এবং এখনও এটা দেখি। এটা আমাকে অনুপ্রেরণা দেয়, আমার আত্মবিশ্বাস বাড়ায়। মাঝেমধ্যে আমার চোখে পানি চলে আসে, আমি বিশ্বের এক নম্বর ব্যাটারের পাশে দাঁড়িয়েছি এবং ফিফটি করেছি।’

পিএসএলের সবশেষ মৌসুমে ১২ ম্যাচে সায়েম আইয়ুব ৩৪১ রান করেছেন। তার স্ট্রাইকরেটও ছিল ঈর্ষণীয়, ১৬৫.৫৩।

এমএমআর/এএসএম