জাতীয়

বায়ুদূষণের দায়ে ৯ ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকা ও সিরাজগঞ্জের দুই উপজেলায় বায়ুদূষণের দায়ে ৯টি যানবাহনকে ৯ হাজার, ৭টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার এবং ৯টি ইটভাটাকে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউ, ভাসানটেক ও পীরেরবাগ এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে পীরেরবাগ এলাকার তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা এবং ভাসানটেক এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৯টি যানবাহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

আইএইচআর/বিএ/এমএস