ফরিদপুরে গ্রীন লাইন পরিবহনের সঙ্গে একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রায় থাকা এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আরেক যাত্রী আহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের তেতুল তলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যাত্রীর নাম আসমা খুতুন (৪০)। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী। আহত যাত্রীর নাম আলিমুজ্জামান (৪০)। তিনি ফরিদপুর সদরের গোপালপুর এলাকার হোসেন মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন্দ্রাটি ফরিদপুর থেকে কানাইপুর যাচ্ছিল। ওই সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। এর ফলে হতাহতের এ ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও গ্রীন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এমআরএম