শরীয়তপুর সদর উপজেলার যাত্রী সেজে চালক মোস্তফা মাতবরকে (৩৬) ছুরি দিয়ে কুপিয়ে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ এপ্রিল) রাতে শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী আহত ওই চালককে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত মোস্তফা মাতবর চিকন্দি ইউনিয়নের দক্ষিণ কেবলনগর গ্রামের আব্দুল হাই মাতবরের বড় ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে দুইজন শরীয়তপুরের চন্দ্রপুরে আসার জন্য যাত্রী সেজে ওই ইজিবাইকে ওঠেন। চন্দ্রপুর গেলে ছিনতাইকারিরা বলেন, বিনোদপুর ইউনিয়নে আমাদের দুইজন লোক আছে সেখান থেকে সারের বস্তা নিয়ে শৌলপাড়া যাবেন তারা।
পথে বিনোদপুরের গয়াতলা আসলে পাঁচ মিনিট ইজিবাইকটি থামিয়ে রাখেন তারা। পরে দুইজন লোক দুইটি বস্তা নিয়ে ইজিবাইকের সামনে আসেন। পরে তারা গঙ্গানগর এলাকায় যাবেন বলেন। মাঝপথে শৌলপারা ইউনিয়নের গয়ঘর এলাকার একটি ফাঁকা জায়গায় ইজিবাইক চালককে পেছন থেকে একজন মাথায় আঘাত করেন।
পরে চালক ইজিবাইকের গতি রোধ করলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আরও তিন থেকে চারজন এসে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তার পাশে ফেলে ইজিবাইক নিয়ে চলে যান। স্থানীয় টের পেয়ে চালককে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় স্থানান্তর করেন।
স্থানীয় রবিউল বেপারী বলেন, ইফতার করে আমি বাজারে যাচ্ছিলাম। এর মধ্য দেখি রাস্তায় এক লোক পড়ে আছে। তার শরীর রক্তে ভেজা। পাশের বাড়ি থেকে দুজনকে ডাক দিয়ে তাকে আমরা শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে যাই। ইজিবাইকচালককে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মাদারীপুরের মৃধার মোড় এলাকা থেকে শরীয়তপুরের গয়ঘর এলাকায় আসলে ঘটেছে। ছিনতাইকারিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আটকের চেষ্টা চলছে।
এমআরআর/জেআইএম