দেশজুড়ে

যশোরে ঈদ উপলক্ষে শিশুদের বই উপহার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করেছে যশোরের ‘সপ্তাহে একটি বই পড়ি’ নামের একটি সংগঠন। গ্রামের ৪৪ জন শিশুর জন্য ঈদ উপহার হিসেবে বই দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র, বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান প্রমুখ।

বই বিতরণ অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলন রহমান/এসআর/এএসএম