খেলাধুলা

টুর্নামেন্ট থেকে বাদ পড়লেন সিদ্দিকুর

শেষ রক্ষা হয়নি সিদ্দিকুর রহমানের । ইন্দোনেশিয়া ওপেন গলফ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের এই প্রথম পেশাদার গালফার। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ‘কাট’-য়ে বাদ পড়েছেন তিনি।সিদ্দিুকর আসর শেষ করেছেন ১০৯তম স্থানে থেকে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট বেশি খেলেছেন তিনি। এর আগে ‘কিংস কাপ’ টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছেন সিদ্দিকুর রহমান। ওই আসরে ১১০তম স্থানে ছিলেন তিনি।