সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মইষার গ্রামের মোহাম্মদ আলীর (৩৮) বাড়িতে চলছে শোকের মাতম। তার স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে মইষার গ্রামের পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন মা আয়েশা খাতুন। প্রিয় স্বামিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী হামিদা বেগম। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের জন্য একটু সুখ কিনতে গত ৯ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মইষার গ্রামের আবদুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী। ভালোভাবেই চলছিল মোহাম্মদ আলীর সংসার। গত ৭ মাস আগে সর্বশেষ গ্রামের বাড়িতে এসেছিলেন মোহাম্মদ আলী। নিহত মোহাম্মদ আলীর মা আয়েশা খাতুন ও তার স্ত্রী হামিদা বেগম জানান, শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ আলী। এরপর সকাল ১০টার পরে মোবাইল ফোনে তারা মোহাম্মদ আলীর মৃত্যুর সংবাদ পান। তারা দ্রুত মোহাম্মদ আলীর মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এসময় তারা সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ জাগো নিউজকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।উল্লেখ্য, শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে সৌদি আরবে রিয়াদের ওলাইয়া নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি মারা যান।আজিজুল আলম সঞ্চয়/এফএ/পিআর