ঝিনাইদহ শহরের কলাবাগন মোড়ে কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) পিটিয়ে আহত করেছেন দোকানি ও বহিরাগতরা।
বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আহত উপ-পরিদর্শক ফিরোজ হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত এবং খুলনার তেরখাদা এলাকার জয়সেনা গ্রামের আকবর আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কয়েকদিন আগে শহরের কলাবাগান মোড়ের আসলাম হোসেনের দোকান থেকে স্ত্রীর জন্য কাপড় কেনেন এএসআই ফিরোজ হোসেন। সেসময় দোকানমালিকের ছেলে কম দামের কাপড় বিক্রি করায় আসলাম ওই কাপড়টি নিয়ে নেন। কিন্তু টাকা ফেরত দেননি। বুধবার দুপুরে ওই এলাকায় দায়িত্বে ছিলেন এএসআই ফিরোজ হোসেন। তিনি দোকান গিয়ে টাকা ফেরত চাইলে মালিক আসলাম, জিল্লু, গাবুসহ বেশ কয়েকজন মিলে তাকে পিটিয়ে আহত করেন। সেসময় অন্যরাও এসে মারতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতারে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশ।
আহত এএসআই ফিরোজ হোসেন বলেন, ‘কয়েকদিন আগের কাপড় কেনা নিয়ে ঘটনার সূত্রপাত। দুপুরে আমি ওই দোকানে গিয়ে বলি, তোরা এমন করছিস কেন আমার সঙ্গে? এ কথা শুনেই দোকান মালিক আসলামসহ আরও অনেকে মিলে আমাকে মারপিট করে।’
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহিয়া মেহনাজ বলেন, ফিরোজ হোসেনের হাত, মুখ এবং চোখে আঘাত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস