নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রেললাইন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি কাপড়ের দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে গলাচিপা রেললাইন এলাকার থান কাপড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই একটি দোকানে আগুন দেখা যায়। পরে আশপাশের দোকানগুলোতেও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আসতে আসতে সাতটি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তসলিম বলেন, ‘সেহেরি খেয়ে শুয়েছিলাম। হঠাৎ করেই শুনি আগুন লাগছে। এসে দেখি আমার দোকানে আগুনে পুড়ছে। চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০ লাখ মালামাল পুড়ে গেছে।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ জাগো নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুনে নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম