পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫৪) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ভারতীয় ভাইরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক রবিউল ইসলাস ক্ষেতে মরিচ শুকাতে দেন। এ সময় ওই সীমান্তের বিপরীতে ভারতের ধনীর হাট বিওপির পাঁচ-ছয়জন বিএসএফ সদস্য কিছু না বলেই তার ক্ষেত থেকে মরিচ নিয়ে যাচ্ছিলেন। এতে বাধা দিলে বিএসএফ কৃষক রবিউলকে লক্ষ্য করে মাল্টিপল রাবার বুলেট ছোড়ে। একাধিক রাবার বুলেট রবিউলের মাথা ও ডান চোখে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রবিউল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রহিমুল ইসলাম জাগো নিউজকে বলেন, রবিউল ইসলামের ডান চোখ গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত দেখা যাচ্ছে। বেশ রক্তক্ষরণ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।
পঞ্চগড় ১৮-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. যোবায়েদ হাসান জাগো নিউজকে বলেন, বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে আমাদের একজন কৃষক আহত হয়েছেন। আমরা এর কড়া প্রতিবাদ জানিয়েছি। এ নিয়ে শুক্রবার পতাকা বৈঠক হবে।
সফিকুল আলম/এসজে/জেআইএম