দেশজুড়ে

জয়পুহাটের ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল গাফফার (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আব্দুল গাফফার ওই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী স্কুলের পাশে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গাফফার কৌশলে তাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে এবং ওই গাফফরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় দুপুরে মামলা দায়ের করেছেন। রাশেদুজ্জামান/এফএ/পিআর