দেশজুড়ে

অভিভাবকহীন লাভলীর ধুমধাম বিয়ে

লাভলী খাতুন। বাক প্রতিবন্ধী এ তরুণীর নেই কোনো অভিভাবক, স্বজন কিংবা ঠিকানা। ১৩ বছর আগে নীলফামারী থেকে তাকে উদ্ধার করে রাজশাহী পবা উপজেলার সেফহোমে পাঠায় পুলিশ। অবশেষ সংসার জীবনে ফিরলেন অভিভাবকহীন লাভলী।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে নগরীর বড়বনগ্রাম দুরুলের মোড় এলাকার মো. হাবিব (৪২) নামে এক ব্যক্তির সঙ্গে ১ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে হয়েছে। পবা উপজেলার বায়া সেফহোমে অনেকটা ধুমধামেই বিয়ের আয়োজন হয়েছে লাভলী খাতুনের। হাবিব শহরে অটোরিকশা চালান। দুবছর আগে তার প্রথম স্ত্রী মারা গেছেন। সে সংসারে তিন ছেলে আছে।

সেফহোমের উপ-তত্ত্বাবধায়ক লাইজু রাজ্জাক বলেন, লাভলী খাতুন নিজের সংসারে সুখে থাকবে এটাই আমাদের আনন্দ।

অভিভাবকহীন এই তরুণীর বিয়ে দিতে পেরে জেলা প্রশাসক শামীম আহমেদও খুশি। বিয়েতে অতিথিসহ প্রায় ১০০ মানুষকে দাওয়াত করা হয়েছিল।

বিয়ের আসরের মোনাজাত শেষে সেফ হোমের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, এটি একটি মানবিক কাজ। যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিয়ের ব্যবস্থার অনুমতি দেওয়া হয়।

সাখাওয়াত হোসেন/এসজে/জেআইএম