মানিকগঞ্জের সিংগাইর নয়াডিংঙ্গী বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় মোটরবাইক আরোহী মো. ফিরোজ মৃধা (৪২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। রোববার (১৬এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।
ফিরোজ মৃধার মামা এমদাদ হোসেন বলেন, আমার ভাগিনা সুপ্রিম কোর্টের গাড়ি চালক ছিলেন। সকালে ফরিদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসার পথে মানিকগঞ্জের সিংগাইর নয়াডিংঙ্গী বাজার এলাকায় দ্রুতগামী একটি অটোরিকশা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ফিরোজ মৃধা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ফিরোজ মৃধার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মাটিয়া কমলাপুর গ্রামে। সে আব্দুল জলিল মৃধার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম