দেশজুড়ে

চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রাণ গেলো যুবকের

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাচো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে চাচাতো ভাই আজিম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিম ওই গ্রামের রমজান আলীর ছেলে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বেথুলী গ্রামের আজিমের সঙ্গে চাচাতো ভাই মেহেদীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সন্ধ্যায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদী বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে আজিমের পিঠে আঘাত করেন। পরে গুরুতর আহত আজিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই আজিমের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই সঠিক ঘটনা জানা যাবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি কোনো বিস্তারিত তথ্য দিতে পারেননি।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জিকেএস