দেশজুড়ে

ফরিদপুরে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে এক ব্যক্তিকে হত্যা

ফরিদপুরে গলায় গামছা পেঁচানো আবু মৃধা (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার চাঁদপুর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আবু মৃধা উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর পূর্ব মল্লিক পাড়া গ্রামের আব্দুল মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের জনৈক আব্দুর রাজ্জাকের কলা বাগান থেকে গলায় গামছা পেঁচানো একজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে ও কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস