নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার মৈকলি এলাকায় ওরিয়ন ইনফিউশন নামের ওষুধ কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ডেমরা স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এসআর/এএসএম