দেশজুড়ে

ব্যবসায়ীর বাড়িতে মিললো ৩০০০ কেজি সরকারি চাল

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারিতে বিক্রি হচ্ছে। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ব্যবসায়ী জয়েন আলীর বাড়িতে অভিযান চালান। এসময় ১০০ বস্তায় তিন হাজার কেজি চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জয়েন আলীকে প্রধান আসামি করে থানায় মামলা করেছে। ঘটনার পর থেকে জয়েন আলী পলাতক।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাগো নিউজকে বলেন, আমি নতুন যোগদান করেছি। খোঁজ নিয়ে তারপর এ বিষয়ে জানাতে পারবো।

নাসিম উদ্দিন/এসআর/এমএস