প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। মানিকগঞ্জে বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এ অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সালাতুল ইসতিফার নামাজের আয়োজন করে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। এতে কয়েকশো মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন হযরত মাওলানা মো. মহিবুল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে অশ্রুভেজা চোখে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।
মানিকগঞ্জ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মুফতি রফিকুল ইসলাম জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন অনাবৃষ্টি হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে চলে যেতেন। এরপর মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সেই অনুযায়ী সালাতুল ইসতিফার আয়োজন করা হয়।
তিনি আরও জানান, সবাই আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি এবং বর্তমান পরিস্থিতি ভয়াবহ দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করেছি।
নামাজ ও বিশেষ মুনাজাতে অংশ নেওয়া মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) প্রিন্সিপাল ফারুক আহমেদ বলেন, ওলামায়ে কেরামসহ সাধারণ জনসাধারণ আজ বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। কারণ অনাবৃষ্টির কারণে মানুষ ও প্রাণীকূল খুবই কষ্ট করছে। ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই এ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। সবাই অশ্রুসিক্ত চোখে আল্লাহকে ডেকেছেন। নিশ্চয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম