বগুড়া সদর থানার সামনে মাদকবাহী এক প্রাইভেটকারে বিস্ফোরণ ঘটেছে। এ সময় প্রাইভেটকার চালক মাইনুল (৪০) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। মাইনুল বগুড়া পৌর শহরের কাঁঠনারপাড়া এলাকার বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিস্ফোরণের পরেই বগুড়া সদর থানা পুলিশ ও বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার খুলতে গিয়ে এক কার্টন বিয়ার বেরিয়ে আসে।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জাগো নিউজকে বলেন, মঙ্গলবার দুপুরে থানার সামনেই এক প্রাইভেটকারে বিস্ফোরণ ঘটে। দ্রুত পুলিশ সদস্যরা গিয়ে আহত প্রাইভেটকার চালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়। এরপরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাড়ির গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কেস কার্টন বিয়ার জব্দ করা হয়।
শরাফত ইসলাম আরও বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। বিয়ার পাওয়ার বিষেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এমএস