দেশজুড়ে

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, বাসমালিককে জরিমানা

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করায় সুপার সার্ভিস লিমিটেডের বাসমালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শরীয়তপুর সুপার সার্ভিস নামের পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেডের শেয়ার হোল্ডার ও বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘শরীয়তপুর থেকে বাস ছেড়ে টোল ও হেলপারদের খরচই আমরা তুলতে পারি না। কী করুম! এখন ভাড়া বাড়িয়ে নেওয়ায় ম্যাজিস্ট্রেট সাহেব মোবাইল কোর্টে জরিমানা করে দিলেন।’

এ বিষয়ে ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারিভাবে বিআরটিএর নির্ধারিত ভাড়া ২৯৪ টাকার স্থলে ৪০০ টাকা আদায় করায় সুপার সার্ভিস বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাত্রীদের অধিকার রক্ষায় শরীয়তপুর-পদ্মা সেতু সড়কের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।

এসআর/এএসএম