রংপুর থেকে লালমনিরহাট আসার পথে চিলমারী কমিউটার-৩ ট্রেনের শেষ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। তবে বাকি বগি নিয়ে লালমনিরহাটের পৌঁছেছে ট্রেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জাগো নিউজকে বলেন, চিলমারী কমিউনিটি ট্রেনটি কুড়িগ্রাম থেকে রংপুরে আসে। পরে রংপুর থেকে লালমনিরহাট আসার পথে মহেন্দ্রনগর স্টেশনে ট্রেনের শেষ বগি লাইনচ্যুত হয়।
লালমনিরহাট পৌর শহর থেকে রিলিফ ট্রেন গিয়ে বগিটির উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান ওসি।
রবিউল হাসান/এসজে/জেআইএম