দেশজুড়ে

রক্ষা পেল মেয়েটি

নেত্রকোনায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী (১৫)। সে সদর উপজেলায় চল্লিশা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।এলাকার কয়েকজন বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ছাত্রীটির সঙ্গে মঙ্গলবার পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্র গ্রামের বাসিন্দা আতিকুল ইসলামের ছেলে মাছ ব্যাবসায়ী মো. বিল্লাল হোসেনের সঙ্গে বিয়ে ঠিক করা হয়। খবর পেয়ে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার রহিমা আক্তার পুলিশ নিয়ে ওই ছাত্রীটির বাড়িতে গিয়ে পরিবারকে বাল্যবিয়ের অপরাধ ও কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেন। জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার রহিমা আক্তার জাগো নিউজকে বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জেনে আমি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমানকে অবহিত করি। তার নির্দেশে পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে পরিবারকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেই। কামাল হোসাইন/এমজেড/এমএস