গত কয়েকদিন ধরে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষপর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।
চলুন দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর-
১. সৌদি আরববৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।
২. সংযুক্ত আরব আমিরাতসৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
৩. বাহরাইনদেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।
৪. কাতারবৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।
৫. কুয়েতকুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।
৬. লেবাননশুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।
৭. ফিলিস্তিনশুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।
৮. ইয়েমেনযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
৯. ইরাকশুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।
১০. জর্ডানজর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।
১১. মিশরমিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।
১২. আলজেরিয়াউত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।
১৩. সিরিয়াসিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।
১৪. তিউনিশিয়াশুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।
১৫. সুদানউত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।
সূত্র: খালিজ টাইমসকেএএ/