নোয়াখালীর বেগমগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন করায় পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত এ জরিমানা করেন।
র্যাব-১১ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, অতিরিক্ত গরম ও ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছিল। অভিযানে আল্লাহরদান কারখানার মালিক হাফিজুল ইসলামকে ২ লাখ টাকা, বলাকা ফুড প্রোডাক্টসের মালিক আবদুল মালেককে ১ লাখ টাকা, আমানীয়া বেকারির মালিক জোঘে মজুমদারকে ৫০ হাজার টাকা, আল-আমিন আইসক্রিমের মালিক সালাউদ্দিনকে ১ লাখ টাকা ও নিউ পিপাসা আইসক্রিমের মালিক মো. মহসিনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম