দেশজুড়ে

গোবিন্দগঞ্জে স্বপ্নের আউটলেট উদ্বোধন

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের কলেজ রোডের টপসি মোড়ে। স্বপ্ন-এর ৩১৩তম আউটলেট এটি।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ভাগ্যকুটি-কলেজ রোডের টপসি মোড়ে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

স্বপ্নের ৩১৩তম আউটলেটটির উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।

এসময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান, সিনিয়র ব্যাবস্থাপক একরাম হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে অতিথিরা বলেন, আশা করছি স্বপ্ন পণ্যের গুণগত মান ঠিক রেখে নিরাপদ পরিবেশে গ্রাহক সেবার মান বজায় রেখে ব্যাবসা কার্যক্রম পরিচালনা করবে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৫ জেলার ৩১৩ আউলেটে সেলস কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে সকল নিত্যপণ্য রাখা হয়েছে এ আউটলেটে।

এএইচ/জেআইএম