দেশজুড়ে

ঈদে বেড়াতে এসে জোয়ারে নিখোঁজ নতুন জামাই

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ডুবে মহিন উদ্দিন (৩০) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২১ এপ্রিল) নিঝুম দ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে নিঝুম দ্বীপের নামার বাজার এলাকায় নদীতে মাছ শিকার করতে গিয়ে স্রোতের মধ্যে পড়ে নিখোঁজ হন মহিন উদ্দিন।

মহিন উপজেলার নিঝুম দ্বীপ ২ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামের মৃত সাহাব উদ্দিনের জামাই। তার বাড়ি চট্টগ্রামে। তিনি ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, মহিনের শ্বশুরবাড়ি নদীর পাশে। কয়েকদিন আগে তিনি নিঝুম দ্বীপে বিয়ে করেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে হাহুত্তা জাল (হাত জাল) দিয়ে মাছ ধরার জন্য নদীতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ জোয়ারে ডুবে যান মহিন। এসময় পাশে থাকা জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

প্রত্যক্ষদর্শী নিঝুম দ্বীপের ২ নম্বর ওয়ার্ডের নবীর মাঝির ছেলে মোবারক জানান, মহিন উদ্দিন তাদের পাশেই জাল দিয়ে মাছ শিকার করছিলেন। হঠাৎ জোয়ারের তীব্র স্রোত আসে। এসময় পড়ে গিয়ে মহিন আর উঠতে পারেননি।

নিঝুম দ্বীপ ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত উল্লাহ জানান, মহিন পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। তার স্ত্রী শাহিনুর চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। পরিচয়ের সূত্র ধরে তাদের বিয়ে হয়। ঈদ উপলক্ষে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। অনেকটা শখ করে নদীতে মাছ শিকার করতে যান তিনি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম বলেন, শুক্রবার সকাল থেকে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। নদীতে অবস্থান করা জেলেদের সঙ্গে কথা বলে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ মহিনের ভাই চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস